ইসরায়েলের যুদ্ধবিমানের পাইলটকে আটকে রেখেছে ইরান

 


ইসরায়েলের পাইলটকে আটকের দাবি ইরানের, নাকচ করেছে ইসরায়েল

ইসরায়েলের দুটি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে ইরান। সেই সঙ্গে যুদ্ধবিমানের একজন পাইলটকেও আটকের দাবি করেছে তেহরান। ইরানের রাষ্ট্রায়ত্ত্ব সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

তবে ইসরায়েলের পক্ষ থেকে এমন দাবি খারিজ করে দেওয়া হয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র অ্যাভিকচে আদ্রেয়ি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে বলেন, ইরানের সংবাদমাধ্যম মিথ্যা বলেছে।

বিবিসি ও আল–জাজিরা প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।

Previous Post Next Post